মিলন শেখ :
গাজীপুর সদর উপজেলায় দুই শতাধিক কোচ আদিবাসী পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নৌলাপাড়া জেসন গেইট এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর উপস্থিতিতে ফুল দিয়ে তাদের দলে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী। সঞ্চালনা করেন বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপচান বর্মন এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।
এসময় আরও উপস্থিত ছিলেন—
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান, মিজানুর রহমান ফকির, শহিদুল্লাহ কাজী, নুরুল আমিন মাস্টার, শেখ তোফাজ্জল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মকুল মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
আরও ছিলেন সাবেক ছাত্রদল নেতা ফখরুল ইসলাম প্রধান, অবিনেষ চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র বর্মন, সুভাস চন্দ্র বর্মন ও দিপক কোচ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন,
“স্বাধীনতার পর থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর সরকারের বিভিন্ন সময়ের দমন-পীড়ন চলমান ছিল। বিএনপি এমন একটি দল যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সম্মান পায়। বিএনপি সরকার গঠন করলে আদিবাসীসহ সকল নাগরিকের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আদিবাসীদের কল্যাণে সবসময় আন্তরিক ছিলেন। ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর উপর অন্যায় উচ্ছেদ বন্ধ করতে হবে।”