প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া জেলার চার আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা

মো:এমদাদুল হক

ব্যুরো প্রধান,কুষ্টিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধায় সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা পাঠ করে শোনান।

দলটির পক্ষ থেকে মোট ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের সক্রিয়তা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা বিবেচনায় কুষ্টিয়ার চারটি আসনে যাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তারা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর): রেজা আহমেদ বাচ্চু মোল্লা
,কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী,কুষ্টিয়া-৩ (সদর): ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার
ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা): সৈয়দ মেহেদি রুমি।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, এসব নেতা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় তৃণমূল সংগঠনকে শক্তিশালী রাখার পাশাপাশি জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছেন। মাঠপর্যায়ে তারা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির এক সিনিয়র নেতা বলেন,
“আমরা মাঠের জনপ্রিয়তা, ত্যাগ ও দলের প্রতি নিবেদন বিবেচনা করে প্রার্থীদের তালিকা তৈরি করেছি। কেন্দ্রীয় নেতৃত্বর চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঐতিহ্যগতভাবে কুষ্টিয়া জেলা বিএনপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে এ জেলার বিভিন্ন আসনে বিএনপির শক্ত উপস্থিতি ছিল। ফলে আগামী নির্বাচনে দলটি এখানেও জোর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ঘোষিত এই সম্ভাব্য প্রার্থীরাই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাবেন কি না, তা নির্ভর করবে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তবে ইতোমধ্যেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়