প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ

মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও মাসিককালীন সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটি সমাজের নানা সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদের প্রজনন স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ নভেম্বর) সকালে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, এবং প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন—
গ্রামীণ মেয়েরা অনেক সময় লজ্জা ও সচেতনতার অভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। তাই এই উদ্যোগ শুধু ন্যাপকিন বিতরণ নয়, এটি নারীর আত্মসম্মান ও সুস্থ জীবনের পথে একটি বড় পদক্ষেপ।” প্রগতি কল্যাণ সংস্থা জানিয়েছে, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়