প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুমন মুন্সী,জেলা প্রতিনিধি  ফরিদপুর: 

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯) বিষয়ে অবহিতকরণ ও আইনের বাস্তবায়ন নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ৩ নভেম্বর সোমবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর এর সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রনালয়ের অধিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক ফারুক আহম্মেদ (অতিরিক্ত সচিব)। সেমিনারে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে ২০০৯ সালের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, বাস্তবায়নের মাধ্যমেই ভোক্তাদের অধিকার রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন উপস্থিতগণ। এ সময় তারা ভোক্তাদের উদ্দেশ্য করে বলেন একজন মানুষ মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যুর পর দাফন বা শেষকৃত্য পর্যন্ত সে একজন ভোক্তা। একজন ভোক্তা যদি নিজের অধিকার সম্পর্কে অবগত না থাকেন, তাহলে সে অধিকার লঙ্ঘিত হলেও তার প্রতিকার চাইতে পারবেন না। এজন্য প্রত্যেক ভোক্তার উচিত সচেতন হওয়া, প্রতারিত হলে অভিযোগ করা এবং অন্যদেরও সচেতন করতে এগিয়ে আসা। যদিও ভোক্তার অধিকার নিয়ে বর্তমানে মানুষ অনেকটাই সচেতন হলেও আগামীতে এর কর্ম পরিধি আরও বাড়ানোর উপর এ সেমিনারে গুরুত্বারোপ করা হয়। তবে ভোক্তার অধিকার কেউ ক্ষুন্ন করলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়। এছাড়া বর্তমান অনলাইন প্রতারণার বিরুদ্ধে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলেও সেমিনারে জানানো হয়। একইসাথে আগামী রোজার মাসে যেন দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এ ব্যাপারে ব্যবসায়ীদের নিকট আহ্বান জানানো হয়। সেমিনারে ভোক্তা অধিকার সুরক্ষার ক্ষেত্রে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবসময় সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন উপস্থিতগণ। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা’র সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন, সিভিল সার্জন মাহমুদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইসরাত জাহান, ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিসের স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আজম শাহরিয়ার, ফরিদপুরের ঐতিহ্যবাহি হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু, সরকারি তিতুমীর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শামীম হোসেন, ফরিদপুর রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়