প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ট্রাক হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো:এমদাদুল হক

ব্যুরো প্রধান,কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়ামিন (১৮) নামের এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়নের কবরবাড়িয়া বাইপাস সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়ামিন সিরাজগঞ্জ সদর উপজেলার ভুট্টু হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাস সড়কের পাশে একটি ট্রাকের হুকের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান পথচারীরা। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন।”

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়