প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এম.এ কাজী আজিম- ফেনী জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

গত ৩০ অক্টোবর (বুধবার) রাতে রাজধানী মালেতে অবস্থিত তান্দুরী রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি ও ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম, এবং সঞ্চালনায় ছিলেন প্রস্তাবিত সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুল মান্নান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেনীর কৃতি সন্তান, মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান যুবদলের সার্বিক বিষয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের নেতা হাজী মো. আল-আমিন, মো. জাহিদুল ইসলাম, আবু জাহের মোল্লা, মো. হাসান শেখ ও মো. কাইয়ুম শিকদার। এছাড়া স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মো. মাসুম মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, যুবদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান, এম আর ইউসুফ মাহমুদসহ প্রবাসী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও বিএনপির নেতৃত্বে দেশের সংকটকালীন যেকোনো পরিস্থিতিতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়