প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধার ফুলছড়িতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার করতে পারেনি গত একমাসেও পুলিশ ! জনমনে প্রশ্ন ?

বরুণ সিংহ

ক্রাইম প্রোগ্রাম প্রডিউসার 
জাতীয় দৈনিক সরেজমিন বার্তা : 

গাইবান্ধার ফুলছড়িতে ধর্ষণ মামলার আসামি দীর্ঘ  একমাস গত হওয়ার পরেও গ্রেপ্তার হয়নি। আসামি ফরহাদ বাদিকে অভিযোগসহ মামলা তুলে নেওয়ার হুমকি প্রর্দশন করছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগি পরিবার। এমন ঘটনায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে । 

ফুলছড়ি থানার ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখের রেকর্ডকৃত ৫/৯৩ নং মামলার এজাহারে জানা যায়, 
গত ২৫ সেপ্টেম্বর রাতে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পশ্চিম গাবগাছি চরের বাসিন্দা এক সন্তানের জননী- তার স্বামী বাড়ি না থাকায় তিন বছরের কোলের শিশু নিয়ে ঘুমিয়ে পড়েন। 

রাত আনুমানিক সাড়ে নয়টা হবে একই গ্রামের আবদুল করিমের পুত্র ফরহাদ হোসেন এক সন্তানের জনক গ্রাম্য সম্পর্কে সে ভাসুর,কথা আছে বলে ঘুম থেকে ডেকে তোলে ঐ নারীকে।
 বাদী সরল বিশ্বাসে দরজা খুলে দেয়া মাত্রই তার মুখ চেপেধরে দরজা বন্ধ করে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। 
বাদী বাঁধা দেয়ার চেষ্টা করলে সে বিভিন্ন ভীতি প্রদর্শন করে।  
আসামি ফরহাদ জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায় এমন সময় তাহার স্বামী বাজার থেকে ফিরলে বাদী তাৎক্ষণিক সমূদয় ঘটনা তার স্বামীকে খুলে বল্লে দুজনে মিলে আসামিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। 

পরে বিষয়টি ফুলছড়ি থানায় অবগত করলে পুলিশ তদন্তপূর্বক নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের ৯ (১)ধারা, (সংশোধনী ২০২০) ধর্ষন করার অপরাধে মামলাটি রুজু করে। 

মামলার দীর্ঘ একমাস অতিবাহিত হলেও  পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসামি ফরহাদ আশেপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এবং মামলা তুলে না নিলে বাদী ও তার পরিবারের লোকজনের বড় ধরণের ক্ষতি সাধন করবে বলে শাসিয়ে বেড়াচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী জানান, ধর্ষন মামলার আসামি ফরহাদ হোসেন  পাসপোর্ট করে বিদেশে চলে যাবার সকল রকম কাগজপত্র ঠিকঠাক করছে। সুযোগ পেলেই ভিনদেশে পাড়ি জমাবে সে। বিদেশে পারিজমানোর আগেই আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার দাবি জানান তারা। 

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ ওবাইদুর রহমান'র সাথে কথা বললে তিনি জানান, আমরা আমাদের মতোকরে আসামিকে ধরার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি । তবে দূর্গম চরাঞ্চল হওয়ায় আসামি ধরতে গিয়া ও ফিরে আসতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়