মো:এমদাদুল হক
ব্যুরো প্রধান,কুষ্টিয়া
রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া শহরে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পৌরসভা চত্বর থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা এলাকার বিজয় উল্লাস চত্বরে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো স্লোগান দেন। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন, যা পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। তারা বলেন, “এই কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনকে আরও বেগবান করা হবে।”
সমাবেশে বিএনপি নেতা-কর্মীরা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে আস্থা প্রকাশ করে আগামী নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। বক্তারা তার নেতৃত্বে কুষ্টিয়ায় বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।