প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো:এমদাদুল হক

ব্যুরো প্রধান,কুষ্টিয়া

‘মাদককে না বলুন, খেলাধুলায় মেতে উঠুন’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট–২০২৫। রবিবার সকালে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে রঙিন আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় ক্লাবের দলগুলো অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, আর সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আলমগীর কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলের মতো জনপ্রিয় খেলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা গেলে সমাজ থেকে মাদকের প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে, আত্মনিয়ন্ত্রণ শেখায় এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।

উদ্বোধনী ম্যাচে ছিল উৎসবমুখর পরিবেশ। স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ, নানা বয়সের মানুষ উপভোগ করেন উদ্বোধনী খেলা। খেলার আগে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এছাড়া স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি চলবে মাসব্যাপী। ফাইনাল খেলায় বিজয়ী দলকে আকর্ষণীয় পুরস্কার ও ট্রফি প্রদান করা হবে। মাদকবিরোধী সচেতনতা বাড়াতে টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন প্রচারাভিযানও পরিচালনা করা হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, এমন ইতিবাচক আয়োজনের মাধ্যমে কুষ্টিয়া জেলা একটি মাদকমুক্ত ও ক্রীড়াপ্রেমী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়