আবুল হোসেন -স্পেশাল করেসপন্ডেন্ট
মানিকগঞ্জের সিংগাইর পৌর ভূমি অফিসের সাবেক নায়েব মোঃকামরুল হাসান, দালাল রিপন,দলিল লেখক দালাল তোফাজ্জলের ফাঁদে পড়ে অনেক অসহায় সাধারণ মানুষ নিস্ব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে গিয়ে জানা যায়, নায়েব কামরুল হাসানের নিকট বিনোদপুর গ্রামের জমত আলী খারিজের প্রস্তাব দিতে গেলে এক লক্ষ বিশ হাজার টাকা ঘুষ দাবি করার কারনে, এখন পর্যন্ত খারিজ করতে পারেন নি।অপরদিকে জামির্তা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মালা নামের ভুক্তভোগী কে কারন অকারণে ঘুরাতে থাকলে,প্রতারক দালাল চক্রের মূল হোতা দলিল লেখক তোফাজ্জল পয়ত্রিশ হাজার টাকা ঘুষ হাতিয়ে নিয়ে খারিজ করে দেন।এদিকে আর এক দালাল প্রাইভেট কার চালক রিপন দালাল বিনোদপুর গ্রামের দুর্জন আলীর পুত্র নাইটগার্ড আবদুল আজিজের ৯ শতাংশ জমির খারিজ করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা ঘুষ হাতিয়ে নেন।রিপন দালাল বলেন,আবদুল আজিজের খারিজ করতে ত্রিশ হাজার টাকা ঘুষ নিয়েছেন,মানিকগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের তল্লাশকারক লক্ষ্মণ। লক্ষণ বলেন,কিছু টাকা বাড়তি নিয়েছি কিন্তু ৩০ হাজার টাকা নেইনি।সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবেল উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।