প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে স্ত্রীর ওড়না দিয়ে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

মোঃ আমিনুল ইসলাম

টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুরপাড়া ৩নং ওয়ার্ডের হাউজিং স্টেট মাঠের দক্ষিণ পাশে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ আতিক হাসান (২২)। তিনি কাকুয়া,সোনালী মোড় এলাকার মোঃ শমসের আলীর ছেলে এবং সাবেক কাউন্সিলর হেলাল ফকিরের বাসার ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে (তারিখ:- ০১/১১/২০২৫ ইং) আতিক-কে তার বাসার পাশের কাঁঠাল গাছের সঙ্গে স্ত্রী বন্যার ব্যবহৃত জর্জেট ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী বন্যা জানান,ঘটনার দুই দিন আগে আমার স্বামী আতিক একা একাই কাঁদছিলেন এবং বলছিলেন-

"আমার মা নাই,আমার বাবা নাই,এই দুনিয়াতে আমি একা"

পুলিশ জানিয়েছে,মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়