প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার সামগ্রী প্রদান

এম এ কাজী আজিম- ফেনী জেলা প্রতিনিধি ॥

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনুর নির্দেশনায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ হোসেন মালেক।

শনিবার (১ নভেম্বর) শুভপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন মালেকের নিজ অর্থায়নে পশ্চিম জয়পুর গ্রামের মোকসেদ আলী বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে হাড়ি-পাতিলসহ নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল, ইউনিয়ন যুবদল নেতা ইমরান, মারুফ, রানা, সুমন, ফারুক, জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ, ইয়াছিন ও মুন্না, এবং ০৯ নং শুভপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক রনি ভুঁইয়া, ওহিদ ও নাজমুল, হোসেন, সিপাত।

তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়