প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর-৬ আসনে হাতপাখা প্রতীকের এম পি পদপ্রর্থী এম এ হানিফ সরকারের  বিশাল শোডাউন অনুষ্ঠিত

 

মোহাম্মদ কাজল 


শুক্রবার বিকেল (৩১/১০/২৫) গাজীপুর-৬ আসনের অন্তর্গত (টঙ্গী পূর্ব) থানা এলাকায়
এক বিশাল নির্বাচনী শোডাউন করেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা এম এ হানিফ 

জনাব এম এ হানিফ সরকার উদ্যোগে আয়োজিত এ শোডাউনে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থগণ ব্যানার, ফেস্টুন ও হাতপাখা প্রতীক নিয়ে র‌্যালিতে অংশ নেন। তখন টঙ্গীর প্রধান সড়কসহ আশপাশের এলাকা সমূহে হাতপাখা হাতপাখা স্লোগানে এক উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় এম এ হানিফ সরকার বলেন,
গাজীপুর বাসীর ভালোবাসাই আমরা শক্তি। মানুষের সেবা ও এলাকার উন্নয়ন আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, হাতপাখা প্রতীক জয়ী হলে আমরা গাজীপুর মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে আধুনিক হাসপাতাল করে দিবে বক্তব্য দেন।

শোডাউনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সেক্রেটারি, মুফতি হুসাইন আহমাদ সাংগঠনিক সম্পাদক, এইচ এম সাইদুর রহমান প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, এস এম ওয়াহিদুল ইসলাম। সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর নগর সভাপতি, শেখ মুহাম্মাদ জাকারিয়াসহ থানা ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।

বার্তা প্রেরক:
হাফেজ মাওলানা আব্দুল হালিম চৌধুরী 
গণসংযোগ সমন্বয়ক 
নির্বাচন পরিচালনা কমিটি
গাজীপুর-৬ আসন

  • সর্বশেষ
  • জনপ্রিয়