এম এ কাজী আজিম -ফেনী জেলা প্রতিনিধি :
ফেনীতে মানবিক সংগঠন সাঁকো ফেনী-এর সার্বিক সহযোগিতায় আল আহাদ চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকো ফেনীর পরিচালক ও ব্যবসায়ী শাহরিয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মাহমুদ, ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী, আল আহাদ চক্ষু হাসপাতালের পরিচালক জাকারিয়া হাসনাত, ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইভু, ডা. আব্দুল ইবনে মাসুদ ও হাফেজ যাকারিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু মনসুর মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে আলাল উদ্দিন আলাল বলেন, “অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাড়ানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সাঁকো ফেনী সংগঠনের এ কার্যক্রম সমাজে মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে।” তিনি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন।