মোঃফেরদৌস হোসেন উপজেলা প্রতিনিধি বদলগাছী,নওগাঁ। তাং-০১-১১-২০২৫ ইং।
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার বদলগাছী উপজেলাতে ০১-১১-২০২৫ ইং তারিখ শনিবারসকাল ১০ টায় উৎসব মুখর আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ডিএম মহিনুরের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ডিএম মহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান, আরডা মাল্টিপারপাস লিঃ এর সভাপতি ডা. নুরুল ইসলাম, ঊষা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাঈদ আল সাহাফ।
এসময় জাতীয় সমবায় দিবসের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “সমবায় হলো গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে গড়ে ওঠা এক উন্নয়নমুখী পরিবার। প্রত্যেকে নিজ দায়িত্ববোধ নিয়ে কাজ করলে সমাজের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এক মাত্র সমবায়ের মাধ্যমেই সম্ভব।”
এ অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব আহমেদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার, বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারিগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।