প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের রামগতিতে যুবদল নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার করেছে উপজেলা যুবদল

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আবু সালমান 

লক্ষ্মীপুরের রামগতিতে মো. জসিম উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতাকে ই/য়া/বাসহ গ্রে/প্তা/রের পর ব/হি/ষ্কার করেছে উপজেলা যুবদল। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রামগতি উপজেলা যুবদলের আহবায়ক শিবলী নোমান ও সদস্য সচিব শাহ মো. শিব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত জসিম উপজেলার চরবাদাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের মৃ/ত মো. তাহের মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে জসিমকে ১০৭ পিস ই/য়া/বা/সহ গ্রে/প্তার করে পুলিশ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার উপজেলার হাজিগঞ্জ এলাকার বেঁড়ির ওপর থেকে যুবদল নেতা জসিমকে ১০৭ পিস ই/য়া/বা/সহ গ্রে/প্তা/র করা হয়েছে। তার বি/রু/দ্ধে মা/দ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামগতি থানায় মা/ম/লা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অ/ভি/যোগের আলোকে যুবদলের চরবাদাম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ও প্রাথমিক সদস্য পদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে জসিমকে ব/হি/ষ্কার করা হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, তার বি/রুদ্ধে মা/দ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামগতি থানায় মা/মলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়