সিরাজুল ইসলাম
জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন নাজিরাবাড়ি এলাকায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে একেই পরিবারের ৯ জন গুরুতর আহত হয়েছেন।
আহতারা হলো নাজিরা বাড়ি লম্বা হাটির মৃত ফুল মিয়ার ছেলে নুর মিয়া, আনিস মিয়া, সজল খাঁ, নুর মিয়ার ছেলে আরিফুল ইসলাম, আনিস মিয়ার ছেলে মোখলেস, সজল খাঁ স্ত্রী ময়মনা আক্কতার, সুক্কুর মিয়ার ছেলে রবি মিয়া, আব্দুল হেকিম এর ছেলে মুকবুল মিয়া, সুলতান মিয়ার ছেলে মুনাঈম মিয়া। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহন করেন।
(১ নভেম্বর)শনিবার সকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি লাম্বা হাটি মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম এর নেতৃত্বে ১৫-২০ জন এই অর্তকিত হামলা করেছে বলে ভিকটিমরা অভিযোগ করেন।
আহত নাজিরাবাড়ি লম্বা হাটির মৃত ফুল মিয়ার ছেলে নুর মিয়া জানান, আমি বিদেশে থাকা অবস্থা একেই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম এর সাথে জমিসংক্রান্ত মতবিনিময় চলছিলো। এই নিয়ে মামলা ও সালিসি সভার মাধ্যমে সমাধানের দিকে গেলেও তারা সালিসি সভার রায়ের টাকা ছাড়া আমার কাছ থেকে জোরপূর্ব জমি লিখে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। সেটা আমি দিতে অস্বীকার করলে আজ সকালে আমি তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে আমার ছেলের পাসপোর্ট ও নগদ ২ লাখ টাকা নিয়ে ঢাকা যাওয়ার জন্য রোয়ানা করলে আবুল কালাম এর নেতৃত্বে ১৫-২০ জন এই অর্তকিত হামলা করে। আমার উপর হামলার খবর পেয়ে আমার ভাই,ভাজিতা, ছেলে ও ভাই এর বউ এগিয়ে আসলে তারা তাদের উপরেও হামলা করে আমাদের মোট ৯ জন কে আহত করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মারামারির খবর পেয়েছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।