প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনী সদর ফাজিলপুরে জিয়াউর রহমানের জীবনী ও তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

এম এ কাজী আজিম - ফেনী জেলা প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ১২নং ফাজিলপুর ইউনিয়নের আল আমিন মার্কেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক আলহাজ্জ মাওলানা নুরুল আমিন। জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কাজী ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা তাঁতীদলের সভাপতি শ্রাবণ, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক মুর্শিদ উল্লাহ লিটন, জেলা ছাত্রদলের সহ-দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবদুর রহিম ফরহাদ এবং জেলা যুবদলের সদস্য সজিব পাটোয়ারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন ও সদস্য সচিব নজরুল ইসলাম, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা এমদাদ উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাদক আরফান হোসেন, সাংগঠনিক সম্পাদক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুক, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন তারা, সহ-সভাপতি তারেক ও ওমর ফারুকসহ জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা চলমান গণভোট ও জাতীয় নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়