রবিউল ইসলাম সাজু, বগুড়া
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্র ঘোষিত সাংবাদিক দম্পতি সাগর - রুনি হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজবোর্ড গঠন, নির্যাতিত এবং চাকুরীচ্যুত সাংবাদিকদের কর্মে পুনর্বহালের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বগুড়া প্রেসক্লাবের সামনে ষ্টেশনরোডে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশদাস । বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, আব্দুর রহিম বগরা, সৈয়দ ফজলে রাব্বি ডলার, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, রাহাত আহমেদ রিটু, মাহফুজ মন্ডল, রবিউল ইসলাম সাজু প্রমুখ। বক্তারা অবিলম্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচি মেনে নেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান। অন্যাথায় বৃহত্তর আন্দোলনের গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।