মোঃ ইব্রাহিম হোসেনঃ
সাফল্যের ১ যুগ উপলক্ষ্যে সিঙ্গাপুর জুস এন্ড কফি হাউসে ক্রেতাদের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান থেকে জুস কিনে সর্বমোট ৫০ জন ক্রেতা বিজয়ী হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানী মোহাম্মদপুর টাউন হলে সিঙ্গাপুর জুস এন্ড কফি হাউসে রাত ১১ টায় এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্রতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম পুরষ্কার ১টি ফ্রিজ পেয়েছেন, মাশআল্লাহ, কুপন নং ০১৩২০৩৭২৬৩৯, দ্বিতীয় পুরষ্কার ১টি ওয়াশিং মেশিন পেয়েছেন, শায়ান, কুপন নং ০১৭৯৩৯৫৫২৭২, তৃতীয় পুরষ্কার ১টি ৩২ ইঞ্চি রঙিন টিভি পেয়েছেন মোঃ হামীম, কুপন নং ০১৭৯৪৭২৫১০০, চতুর্থ পুরুস্কার ১টি স্মাট ফোন পেয়েছেন, আনিস, কুপন নং ০১৬৩৯৪৭১৮৫১ এবং পঞ্চম পুরষ্কার ১টি বাইসাইকেল পেয়েছেন, নিশাতী, কুপন নং ০১৫৩৩৮২০৯৫৯ ।
র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সিঙ্গাপুর জুস এন্ড কফি হাউসে কর্ণধার মোঃ আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক আব্দুর রাজ্জাক ও মো. তরিকুল ইসলাম তারা সহ প্রমুখ।