গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :: মোশারফ হোসেন
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কপিল উদ্দিন এর সভাপতিত্বে ও অফিস সহকারী জিল্লুর রহমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন প্রমুখ।
এসময় উপস্থিত সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল আলিম।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। তাই সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও জোরদার করতে হবে।