কার্তিক ঘোষ, স্টাফ রিপোর্টার ঃ
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন নাগপুর থেকে বসুরা মধ্যপাড়া পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার সংস্কার কাজ দুইবছরেও শেষ করা যায় নি ।
২৬/১০/২০২৫ তারিখ রবিবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে রাস্তার দুই পাশে সমপরিমাণ জমি মেপে রাস্তার সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন করতে গেলে রাস্তার উপরে থাকা বাড়ির মালিক মঈন উদ্দিন আকস্মিকভাবে জমি মাপার ফিতা ধরে থাকা একই এলাকার জয়নালের পুত্র হাফিজুল বাশার কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং পেটে বিদ্ধ করার উদ্দেশ্যে আঘাত করলে হাফিজুল বাশার মাটিতে লুটিয়ে পড়ে। এসময় পাশে থাকা জমি মাপার সার্ভেয়ার বাঁধা দিলে মঈন উদ্দিন তাকেও আঘাত করে। এসময় আশেপাশে থাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী ছুটে এসে মঈন উদ্দিন কে বাঁধা দিলে মঈন উদ্দিনের স্ত্রী ও পরিবারের লোকজন সহ তার ওয়ার্কশপের চার পাঁচজন কর্মচারী লোহার রড ও পাতি সহ লাঠিসোটা সহ দেশিয় অস্ত্র নিয়ে এসে চাঁদাবাজ চাঁদাবাজ বলে এলোপাথাড়ি মারধর শুরু করে। উপস্থিত লোকজন মিলে তাদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দিয়ে আহত রক্তাক্ত অবস্থায় হাফিজুল বাশার কে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রশাসনের কাছে হাফিজুল বাশার ও তাহার পরিবারসহ এলাকাবাসীর দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক ।
এলাকাবাসী আরো দাবি জানিয়েছেন যে এই রাস্তাটি অত্র এলাকার মানুষের বহুবছরের স্বপ্ন ও প্রত্যাশার রাস্তা। এই রাস্তাটি সংস্কার না হওয়ায় এই এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন ।
একটা অসুস্থ রোগী হাসপাতালে নিতে গেলেও খানাখন্দ কাঁদা মাটির সাথে লড়াই করে ধরাধরি করে নিতে হয়। হাটবাজার স্কুল মাদ্রাসায় যাওয়া কষ্টকর হয় যার ফলে এই রাস্তাটি দ্রুত সংস্কার সম্পন্ন করা অতীব জরুরি বলে এলাকাবাসী মিলেই আলোচনার মাধ্যমে এর সমস্যা সমাধানের চেষ্টা করলে বসুরা থেকে নাগপুর পর্যন্ত কয়েকটা বাড়ির মালিক এতে ক্ষিপ্ত হয়ে উঠে এবং রাস্তার সংস্কার কাজে বাঁধা দেয়ার ফলে দুই বছরে ও এর সংস্কার কাজ সম্পন্ন করা যায় নি।
এসব বাড়ির মালিকেরা রাস্তার জমি না রেখে অপরিকল্পিত ভাবে জোরপূর্বক বাড়ি তৈরি করার সময় এলাকাবাসী বাঁধা দিলেও তারা কাউকে পরোয়া না করে সকলকে অমান্য করে বাড়ি তৈরি করায় সংস্কার কাজে ভোগান্তির শিকার হচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান সহ এলাকাবাসী।
এলাকাবাসী জানায় প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এসব অপরিকল্পিত ভাবে জোরপূর্বক তৈরি করা বাড়ি ভেঙে দুই পাশের জমির সমপরিমাণ বন্টনের মাধ্যমে রাস্তা সংস্কার না করলে বাড়ির বিপরীতে থাকা জমির মালিকেরা নিজেদের জমি হারিয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন ।
এলাকাবাসী তাদের দীর্ঘদিনের প্রত্যাশার এই রাস্তাটি সংস্কার কাজে প্রশাসন ও সিটি করপোরেশনের রাস্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।