তৌহিদ হাসান, জেলা প্রতিনিধি
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় শিশু নদীতে নামলে একজন উঠে এলেও পাঁচজন শিশু নিখোঁজ হয়। পরে উদ্ধার অভিযানে তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো দুইজন শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করছেন।
নিহতদের মধ্যে রয়েছে—কালিবাডি প্রি ক্যাডেটের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাঁদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে।
স্থানীয়রা জানান, বিকেলে ৬ জন শিশু একসাথে নদীতে গোসল করতে যায় । একজন নদীর তীরে দাঁড়িয়ে থাকে অন্য ৫ জন গোসলে নামে কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। তীরে থাকা শিশু তাদের ডুবে যাওয়া দেখে দৌড়ে বাড়ীতে গিয়ে বাড়ির লোকজনকে খবর দেয়,প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
স্থানীয় লোকজনের সাথে কথা বললে জানা যায়
নদীঘাট থেকে কিছুটা দূরের গ্রামের ছয়টি শিশু
বিকেলে খেলার শেষে শখেরবশত নদীতে গোসল করতে আসে। এই শিশু গুলো পূর্বে নদীতে গোসল করতে অভ্যস্ত ছিলনা।এ কারণেই এই দুর্ঘটনা ঘটেছে
এদিকে ফায়ার সার্ভিসের চৌকস দল অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করতে না পেরে তারা রাত ৭:৩০ মিনিটের দিকে উদ্ধার কাজ শুক্রবার দিনের জন্য সমাপ্ত ঘোষণা করেন আবার আগামীকাল সকাল আটটার দিকে উদ্ধার কাজে অংশগ্রহণ করবেন বলে নিখোঁজের পরিবারকে আশ্বাস দেন |
সাংবাদিকরা
ঘটনাস্থলে জামালপুর ফায়ার স্টেশনের
দায়িত্বশীল ব্যক্তি লিডার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স
মোঃ রফিকুল ইসলাম কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, আজকে বিকাল ৪ টার সময় ৭ নং সিধুলি ইউনিয়নে ভাটিয়ানি গ্রামে ঝিনাই নদীতে একটি দুর্ঘটনা ঘটে, এখানে ছয়টি শিশু পানিতে পড়ে যায়
একটি শিশু নিজেই পানি থেকে উঠে আসে। পাঁচটি শিশু নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে দ্রুত গতিতে এসে
আমরা বিকাল পাঁচটা দশ মিনিট থেকে উদ্ধার অভিযান আরম্ভ করি, আমরা প্রথমে পাঁচটা ৪৩ মিনিটে দুটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই, পরবর্তীতে আবার ৫ঃ৪৩ মিনিটে আরেকটা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই।পরবর্তীতে আমাদের কাজ ৭ টা ২০ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল,আমরা রাত্রিকালে উদ্ধার কাজ স্থগিত করেছি । আগামীকাল সকালে আমরা আবার উদ্ধার কাজ আরম্ভ করিব।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।