প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় শামা ওবায়েদের নির্বাচনী লিফলেট বিতরণ

সুমন মুন্সী,জেলা প্রতিনিধি ফরিদপুর: 


‎ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদের পক্ষে উপজেলা বিএনপির নেতা মুহাম্মদ ছরোয়ার হোসেন শুক্রবার বিকেলে সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।

‎তিনি সোনাপুর বাজার, মোনতার মোড় ও আশপাশের গ্রামে পথচারী, দোকানদার এবং বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এছাড়া নেতাকর্মীরা এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

‎লিফলেট বিতরণের সময় মুহাম্মদ ছরোয়ার হোসেন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় শামা ওবায়েদকে বিজয়ী করতে আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি।”

‎এ সময় সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাও আজিজুল হক, বিএনপি নেতা মোঃ বাদশা, মোঃ তারিকুল ইসলাম (তারা) মিয়া, মোঃ হাসেম সেখ, মোঃ লিয়াকত হোসেন, মোঃ শহিদুল মোল্লা, মোঃ মানোয়ার হোসেন ও অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়