তৌহিদ হাসান জেলা প্রতিনিধি
মঙ্গলবার (৩০ অক্টোবর ২০২৫) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর-এ “নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (৪র্থ পর্যায়ের ৭ম ব্যাচ)” প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর; এবং জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।