জান্নাতুল বাকী রিপোর্টার শেরপুর
“প্রকৃতির জন্য শিশুরা, ভবিষ্যতের জন্য একটি সবুজ অঙ্গীকার” — এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সদরের দারুল আমান মডেল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা।
রবিবার মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে এবং নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, “প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতি আমাদের রক্ষা করে”— এই বোধ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কর্মশালায় শিশুদের গাছের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেরা গাছ রোপণ করে প্রকৃতি রক্ষায় অংশ নিতে পারে।
ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আমান মডেল মাদরাসার ইংরেজি শিক্ষক নাজমুল স্যার।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন মিশন গ্রিন বাংলাদেশের কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম শিহাব (সাইফুল্লাহ)।
আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ
তত্ত্বাবধানে: নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)
স্থান: দারুল আমান মডেল মাদরাসা, শেরপুর