প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদককে না বলুন—গাজীপুরে যুবকদের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা

মিলন শেখ:

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলায় চল"—এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজ ও দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি বলেন, “আজ যারা মাদকবিরোধী এই খেলাটির আয়োজন করেছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ ১৭ বছর নানা বাধা-বিপত্তির কারণে এই মাঠে আমাদের উপস্থিতি ছিল সীমাবদ্ধ। মাদকের আগ্রাসন রোধে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যুবসমাজকে আবারও মাঠমুখী করতে সক্ষম হয়েছে।”
খেলার উদ্বোধন করেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মামুন ফকির। সভাপতিত্ব করেন শাহিন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন—
সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়া,
সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম,
যুগ্ম আহ্বায়ক (দপ্তর) সেলিম মিয়া,
এছাড়াও মামুন মিয়া, মিঠুন, সজিব আকন্দ, জহিরুল ইসলাম, সুমন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক।
টুর্নামেন্টে অংশ নেয় রাজেন্দ্রপুর ফুটবল একাদশ ও কাশপিয়া ফুটবল একাদশ। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ খেলাটি স্থানীয় যুবসমাজের মধ্যে ইতিবাচক প্রভাব ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়