প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীবাড়ীতে অপ্রাপ্ত বয়স্ক ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরন করে  বিয়ের চেষ্টা গ্রেফতার ৩

প্রতিনিধি-  মোঃ সুমন হাওলাদার 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অপ্রাপ্ত বয়স্ক ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে বিয়ে করার চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বেপারী কান্দি গ্রামের মোঃ উজ্জল হাসান (২২), টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাওঁ গ্রামের আতাউল হক ঢালীর ছেলে মোঃ সিয়াম ঢালী (২০) ও টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামের আবুল দেওয়ান এর ছেলে মোঃ ইসমাঈল হোসেন দেওয়ান (২০)।

তাদের মুন্সীগঞ্জ সদর উপজেলা হতে গ্রেফতার করে বৃহস্পতিবার (৩০) অক্টোবর  দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, তারা বানারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী উপজেলার মালিগাও গ্রামের অপ্রাপ্ত বয়স্ক (১৪) বছরের মেয়েকে অপহরণ করে  মুন্সীগঞ্জ সদরে নিয়ে বিয়ের চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ ওই ৩ জনকে আটক করেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ফুসলাইয়া অপহরণ করে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করার চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়