প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়া আ'লীগ নেতা রাজু গ্রেপ্তার!

মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

শেষ পর্যন্ত ধরা পড়লেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু। বুধবার গভীর রাতে রাজধানীর আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শিবগঞ্জে এক মামলায় গ্রেপ্তারের পর রাজুর স্বজন ও অনুসারীরা পুলিশের হাত থেকে তাকে চমকপ্রদভাবে ছিনিয়ে নেয়। ঘটনাটি মুহূর্তেই এলাকায় তোলপাড় সৃষ্টি করে। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে—যেখানে দেখা যায়, রাজুর হাতে হ্যান্ডক্যাপ, তবুও কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সমর্থক মিলে তাকে ছিনিয়ে নিচ্ছে!

এ ঘটনায় পুলিশ বরাবরের মতো কঠোর অবস্থান নেয়। একাধিক টিম মাঠে নামে। অবশেষে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়।

পুলিশ বলছে— “আইনের ঊর্ধ্বে কেউ নয়। যেই অপরাধ করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা— “হ্যান্ডক্যাপসহ পালানো নেতা অবশেষে ধরা!

এ ঘটনায় শিবগঞ্জজুড়ে চাঞ্চল্য, আর রাজুর গ্রেপ্তারে স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের মুখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়