জলাশ পাহান
নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাবিলা ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, কৃষি অফিসার মামুনুর রশীদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টিটু, প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ মোঃ গোলাপ হোসেন, আনসার ভিডিপির ট্রেনার ইসরাত জাহান,এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। জনগণের সেবা দিতে হবে আন্তরিকভাবে।”
সভা শেষে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।