প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজনে লালন স্বরণোৎসব ২০২৫ পালিত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সুমন আহম্মেদ 

২৯শে অক্টোবর ২০২৫ ইং বুধবার সন্ধ্যা ৭:০০ টায় 
মানিকগঞ্জ শহরে কালিবাড়ি, ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীদের উদ্যোগে লালন সাঁইজির  স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীদের নিয়ে লালন সংগীতের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন। সেই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন সহ সঙ্গীত নিকেতনের গুণী শিল্পী বৃন্দ।

অনুষ্ঠানে লালনের স্বরণোৎসবে গান পরিবেশন করেন বিশিষ্ট বিটিভি সংগীত শিল্পী নাছরিন আহমেদ, আবু হাসান, বছির মাস্টার, ফারজানা নিপা,ছবি চেট্রারজি, ইতি, বেলা বেগম,  স্বপ্না বেগম, সাইদা রহমান, 
তবলা শিল্পী প্রতুল রায়, শ্যামল কর্মকার, সুজন খান, 
ও মিদুল সরকার ।
সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট  সংগঠক কামাল আহমেদ কমল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়