প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশঝাড়ে আশ্রয় নেওয়া ৫ পরিবারের পাশে দাঁড়ালেন আদিবাসী নেতৃবৃন্দ

জলাশ পাহান 

রাজশাহীর গোদাগাড়ীতে উচ্ছেদের পর মানবেতর জীবন যাপন করছে কোল জনগোষ্ঠীর পাঁচটি পরিবার। মাটির ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেওয়ার পর আশ্রয় নিয়েছে স্থানীয় এক বাঁশঝাড়ে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তাঁদের পাশে দাঁড়ান জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তিরকি, সাধারণ সম্পাদক নরেন পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, দপ্তর সম্পাদক নকুল পাহানসহ উপস্থিত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুঃসহ পরিস্থিতি প্রত্যক্ষ করেন। নেতারা অভিযোগ করে বলেন, কোল জনগোষ্ঠীর পরিবারগুলোকে হিন্দু পরিচয়ে দেখিয়ে জাল দলিল তৈরি করে ভূমি দখলের পাঁয়তারা চালানো হয়েছে। নোটিশ ছাড়াই ঘরবাড়ি ভেঙে পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে—যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

নেতৃবৃন্দ দাবি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের পাশাপাশি বাড়ি ভাঙার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁদের খাদ্য, আশ্রয় ও নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানান তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের চাপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, নওগাঁ জেলা সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, পোরশা উপজেলা সাধারণ সম্পাদক আইচন পাহান, সদস্য রতন মিনজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়