প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর-৩ এ বিএনপির ৩১ দফা প্রচারে আক্তারুল আলম মাস্টারের গণসংযোগ

মিলন শেখ ‎: 


‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক এলাকা) সংসদীয় আসনে লিফলেট বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আক্তারুল আলম মাস্টার।

‎বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ পরিচালনা করেন। ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল স্থানে সাধারণ মানুষের কাছে ৩১ দফার উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যকরী দিক তুলে ধরা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন।

‎গণসংযোগকালে আক্তারুল আলম মাস্টার বলেন,
‎“বিএনপি ঘোষিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই এই কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।”

‎তিনি আরও বলেন, 
‎“গাজীপুর-৩ আসনের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ হবে।”

‎স্থানীয় নেতৃবৃন্দ জানান, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে বিএনপির বার্তা সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়