মিলন শেখ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক এলাকা) সংসদীয় আসনে লিফলেট বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আক্তারুল আলম মাস্টার।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ পরিচালনা করেন। ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল স্থানে সাধারণ মানুষের কাছে ৩১ দফার উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যকরী দিক তুলে ধরা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে আক্তারুল আলম মাস্টার বলেন,
“বিএনপি ঘোষিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই এই কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।”
তিনি আরও বলেন,
“গাজীপুর-৩ আসনের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ হবে।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে বিএনপির বার্তা সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।