মো. সোহেল গাজী (বাউফল) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের স্মরণে পটুয়াখালীর বাউফলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের নেতারা জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন রাজনৈতিক নির্দেশে প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় নিহতদের স্মরণে এ দিবসটি প্রতিবছর পালন করা হয়।
আলোচনা সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতে হবে।”
সভায় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।