মোঃ কাজল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মানবিক কর্মসূচী পালন করেছে গাজীপুর সদর মেট্রো থানা যুবদল। দিনটি উপলক্ষে আজ হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহান উদ্যোগে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব, মাহমুদ হাসান রাজু।
প্রধান অতিথির বক্তব্যে বলেন: “গণতন্ত্রের মুক্তির জন্য ঐক্যবদ্ধ যুবসমাজই শেষ ভরসা” খাবার বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব মাহমুদ হাসান রাজু যুবদলের ৪৭ বছরের গৌরবোজ্জ্বল সংগ্রাম তুলে ধরে বলেন:
“আজ আমরা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এমন এক সময়ে পালন করছি, যখন দেশের গণতন্ত্র গভীর সংকটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আজ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “যুবদল হলো বিএনপির প্রাণশক্তি। দেশের তারুণ্য এবং যুবসমাজ হলো গণতন্ত্রের শেষ ভরসা। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এটাই অঙ্গিকার, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে আমরা অবশ্যই গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”
নেতৃবৃন্দের উপস্থিতি:
উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার-সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত এবং মহানগর যুব-আহ্বায়ক আব্বাস উদ্দিন জীবন ও প্রমুখ। বক্তারা প্রত্যেকেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদলকে আরও শক্তিশালী ভূমিকা রাখার তাগিদ দেন।