মোহাম্মদ সাজিরুল ইসলাম সাজু :
সরিষাবাড়ী প্রতিনিধ:
সরিষাবাড়ী গণ ময়দান মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ। একসময় এই মাঠ খেলাধুলায় ছিল মুখরিত,হাজার হাজার লোকের চলাচল এই মাঠ দিয়ে। গত মাসে দুর্গাপূজা উপলক্ষে মাঠে মেলা অনুষ্ঠিত হয়।মেলায় বিভিন্ন রকমের রাইট নাগরদোলা এবং স্টল স্থাপন করা হয়,মাঠের বিভিন্ন জায়গায় মাটি খনন করে মেলার স্টল এবং বিভিন্ন রাইট স্থাপন করে। দীর্ঘদিন যাবত মেলা শেষ হলেও মাঠের এই বেহাল অবস্থায় রয়ে যায়। কর্তৃপক্ষের অবহেলায় প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন রকম দুর্ঘটনা। মাঠে খেলাধুলা করতে গিয়ে পা ভেঙেছে অনেকেই রাতের অন্ধকারে অনেকেই হোচট খেয়ে পড়ে যায় এই বিশাল আকারের গর্তের মধ্যে।
মাঠের পূর্ব দিকটাই ময়লা আবর্জনা ইট বালু দিয়ে পরিপূর্ণ। আশপাশের বাসায় ময়লা আবর্জনা ফেলা হয় মাঠের ভিতরে। ময়লা আবর্জনা পানির সাথে মিশে গিয়ে জন্ম নিচ্ছে ডেঙ্গু মশার লার্ভা,
এতে যেমন দূষিত হচ্ছে মাঠের পরিবেশ তেমনি বাড়ছে ডেঙ্গু মশা। একাধিকবার এলাকার যুব সমাজ আশপাশের লোকজনকে সচেতন করলেও হয়নি কোন কাজ, প্রতিনিয়তই মাঠে বাড়ছে ময়নলা আবর্জনার স্তূপ। এলাকার যুব সমাজের পক্ষে নাজমুল হাসান জানান মাঠের এই পরিবেশ কিছু কুচক্রী মহল ধীরে ধীরে নষ্ট করে ফেলছে ময়লা আবর্জনা ইট বালু দিয়ে একাকার করে ফেলেছে মাঠের পরিবেশ। মাঠের মধ্যে গর্ত থাকার কারণে ব্যাহত হচ্ছে খেলার পরিবেশ।
সরেজমিনে গিয়ে বার্তা পেরক সাজু জানান ময়লা আবর্জনা ইট বালু ফেলে সংকীর্ণ ও পরিবেশ নষ্ট করা হচ্ছে মাঠ।নষ্ট হচ্ছে খেলাধুলার পরিবেশ ঘটছে দুর্ঘটনা।
মাঠের এই বেহাল অবস্থায় একমাত্র কারণ মাঠ কমিটির উদাসীনতা।
মাঠের সুশৃংখল পরিবেশ ফিরিয়ে আনতে মাঠ কমিটি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার যুব সমাজ।