মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
ধানের শীষের পক্ষে কাজ করতে আর কোনো বাধা রইল না’ মন্তব্য মোত্তালেবের
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, গত ২৫ অক্টোবর উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তটি জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর নির্দেশক্রমে কার্যকর করা হয়।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি চেয়ারম্যান মোত্তালেব মোল্লা প্রকাশ্যে ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলমের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন, যা জিন্নাহর ঘনিষ্ঠ মহলে তীব্র অস্বস্তির জন্ম দেয়। বিষয়টি কেন্দ্রীয় পর্যায়েও আলোচনায় আসে।
উপজেলা সভাপতি এরফান আলী বলেন—
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা সভাপতির নির্দেশে মোত্তালেব মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের স্বার্থের বাইরে কেউ কাজ করলে তার স্থান জাতীয় পার্টিতে নেই।
অন্যদিকে, অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা সরাসরি বলেন—
আমাকে অব্যাহতি দেওয়ার চিঠি হাতে পেয়েছি। জনগণের উন্নয়ন ও এলাকার স্বার্থে আমি ধানের শীষের প্রার্থী **মীর শাহে আলমের পক্ষে কাজ করছি। এখন বাধা নেই, কাজের পরিসর আরও বেড়ে গেল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি শিবগঞ্জে বিএনপি-ধারার ক্রমবর্ধমান প্রভাব ও জনসমর্থনের প্রতিফলন। একইসঙ্গে এটি প্রমাণ করছে, নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে ‘চুপিসারে নয়, প্রকাশ্যে’ অবস্থান নিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।
রাজনীতির মাঠে হাওয়া বইছে নতুন দিকে—যেখানে দলের চেয়ে জনগণের পক্ষে দাঁড়ানোই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।