মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার নৃশংস হামলার প্রতিবাদে আজ বগুড়ার শিবগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার যোহর নামাজ শেষে শিবগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, ইসলামী ছাত্রশিবিরের শতাধিক সদস্য, এবং সাধারণ মুসল্লিরা।
নেতৃবৃন্দ বলেন — "২৮ অক্টোবর শুধু কয়েকজন শিবির কর্মীকে নয়, হত্যা করা হয়েছিল ন্যায়, নীতি আর সত্যের কণ্ঠকে। লগি-বৈঠার রাজনীতি বাংলাদেশের রাজপথে রক্তের দাগ রেখে গেছে, কিন্তু ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি।"
তারা আরো বলেন — "আজও আমরা সেই শহীদ ভাইদের রক্তের ঋণ ভুলিনি। ইনশাআল্লাহ, ন্যায় ও ইসলামের পতাকা উঁচু করেই রাখবো।"
মিছিল শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।