তৌহিদ হাসান
জেলা প্রতিনিধি
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মোখলেছুর রহমান মোখলেসের নেতৃত্বে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে উপজেলার বালিজুড়ী বাজারে শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি বালিজুড়ী বাজার বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে । শোভাযাত্রায় প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান এবং জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার প্রমুখ।
সমাবেশে মোখলেছুর রহমান মোখলেস বলেন,
আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় না নিয়ে আসা পর্যন্ত, একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ না গড়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম চলবেই চলবেই চলবেই , যুবদল রাজপথে থাকবে, থাকবে, থাকবে।