স্টাফ রিপোর্টার :শামিম আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া ও খাবার বিতরণসহ বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর যুবদলের উদ্যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আশ্রয়হীন ও সুবিধাবঞ্চিত চার শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার হাতে পেয়ে অসহায় মানুষদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ঝলক।
দিনের অন্য কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের উদ্যোগে পৌর মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহসিন আহমেদ ভূঁইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, ফয়েজ আহমেদ, ইমরান ভূঁইয়া, বশির আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে নতুন উদ্দীপনায় শপথ গ্রহণ করেন।