মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সুমন আহম্মেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ পৌর
শাখা কর্তৃক গৌরব ,ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের
৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
২৮ অক্টোবর ২০২৫ ইং মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ পৌর শাখার উদ্যোগে
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের
৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহবায়ক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,
আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি জেলা আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আজাদ হোসেন খান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান জেলা বিএনপির
বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য পৌর জাতীয়তাবাদী যুবদলকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান বৃক্ষর রোপন কর্মসূচি পালন উপলক্ষে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখা কমিটির আহবায়ক রাজিব হাসান খান সহ উপস্থিত সকলকে বৃক্ষ রোপন কর্মসূচি সুন্দর সার্থক ও সাফল্য করার জন্য সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ৩১দফা রাষ্ট্রীয় কাঠামোর প্রতি জোর দেন এবং ধানের শীষের কান্ডারী জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য নাহিদ হাসান, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মেহেদী হাসান, বিপ্লব হোসেন, জসীমউদ্দীন শাহিনুর হোসেন,রবিউল আলম মুরাদ সহ আরো অনেকে। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।