প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সখিপুরে ২৮ অক্টোবর /২০০৬ লগি-বৈঠার হত্যাজজ্ঞের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ হাসান আলী 

স্টাফ রিপোর্টার
‎ 

‎ টাংগাইল -সখিপুরে ‎২০০৬ সালের ২৮ অক্টোবর আ'লীগের লগি-বৈঠার হত্যাজজ্ঞের প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
‎ সোমবার বিকাল পাঁচটায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি বিশাল মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় তালতলা চত্ত্বরে গিয়ে সমাবেশ করে। 
‎উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আল আমীনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইল- ৮ ( সখীপুর- বাসাইল)  আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম খান ও সাবেক আমীর হায়দার আলী খান প্রমূখ। সমাবেশে শফিকুল ইসলাম খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনাল গঠন করেছে, ২৮ অক্টোবর আওয়ামী লীগ যে পৈশাচিক হত্যাকান্ড চালিয়েছিল এর চেয়ে নৃশংস ও  মানবতা বিরোধী অপরাধ  আর হয় না, যা সারা পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হয়েছিল সুতরাং ২৮ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের বিচার তার তৈরী করা ট্রাইবুনালেই করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়