প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয়তাবাদী দল যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জুনায়েদ কামাল - ব্যুরো চীফ, নোয়াখালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
২৭ অক্টোবর (সোমবার) বিকেলে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, “দেশের গণতন্ত্র আজ বিপন্ন। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আলম সুমন। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত কর্মী।

বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন ও গ্রেফতার সন্ত্রাসে জনগণ অতিষ্ঠ। দেশের মানুষ পরিবর্তন চায়। তারা বিশ্বাস করেন, বিএনপি ও যুবদলের নেতৃত্বেই এই দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়