জুনায়েদ কামাল - ব্যুরো চীফ
নোয়াখালী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিচালিত এসেট প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের অংশ হিসেবে শিল্প পরিদর্শন ও একদিনের ইন্ডাস্ট্রি এটাস্টমেন্ট সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে চৌমুহনী রমজানবিবি মাইজদী রোডে অবস্থিত স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বেগমগঞ্জ গাবুয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ২৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এসময় দিকনির্দেশনামূলক আলোচনা করেন স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন মিঠু, ইনস্টিটিউটের অধ্যক্ষ উৎপল কুমার ভূঁইয়া, বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান রৌশন আক্তার শিলা, বিটিআই-এর এসেট প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ বিন সাবেত, নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের লিড প্রশিক্ষক বিমল চন্দ্র দাস এবং সহকারী প্রশিক্ষক আফতাব আহম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এসপিআই-এর কম্পিউটার প্রশিক্ষক ইঞ্জিনিয়ার আমির হোসেন রাজু, বিটিআই-এর এসেট প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষক তন্নয়, মামুনুর রশিদ ভূঁইয়া, নিলয় বিশ্বাস শুভ, ইলেকট্রিক বিভাগের প্রশিক্ষক মোঃ মাসুদ, সহকারী প্রশিক্ষক মোঃ আরাফাত হোসেন এবং আরএসি বিভাগের প্রশিক্ষক মোঃ হৃদয় হোসেন।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত এই এসেট প্রকল্পের লক্ষ্য হলো দেশের তরুণদের আধুনিক কারিগরি দক্ষতায় গড়ে তোলা এবং শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।