প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও পথসভা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আবু সালমান 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আলেকজান্ডার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে রামগতি উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল খায়ের, আমির, আলেকজান্ডার পৌরসভা জামায়াতে ইসলামী।

আরো উপস্থিত ছিলেন।
জনাব,গোলাম মাওলা 
সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রামগতি পৌরসভা। 
জনাব, মু. জাবের হোসাইন 
সাধারণ সম্পাদক :  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রামগতি উপজেলা।
ইউনিয়ন আমীর,সেক্রেটারি সহ অনন্য নেতৃবৃন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়