হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
জনস্বাস্থ্যের সুরক্ষায় এক জরুরি পদক্ষেপ হিসেবে সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) পৌরসভার অভ্যন্তরে লাকসাম উপজেলার নির্বাহী অফিসার নারগিস সুলতানা এর তত্ত্বাবধানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লাইসেন্সবিহীনভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আচার তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় মো: শামসুল ইসলাম (৪৫) এর একটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। আচার তৈরির কারখানার নোংরা পরিবেশ, যথাযথ স্বাস্থ্যবিধি না মানা এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, বিএসটিআই-এর মতো নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কার্যকলাপের জন্যেই তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট কর্তৃক প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন ও বিক্রির মাধ্যমে যারা জনগণের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পৌর এলাকার সচেতন মহল এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, শুধুমাত্র আচার নয়, সকল প্রকার খাদ্যদ্রব্যের মান ও পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিয়মিতভাবে এই ধরনের তদারকি চালু রাখবে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকার ঘোষণা কর্তৃপক্ষ দেয়ায়, সাধারণ মানুষ আরও নিরাপদ খাদ্য আশা করছে।