সাজিরুল ইসলাম সাজু :
সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুর সরিষাবাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেইন রোডের পাশে অবস্থিত ইউনিল্যাব ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন রাখায় ক্রমান্নয়ে বাডছে রোগির ভিড।
সরেজমিন হতে তথ্য সংগ্রহ করে সাজু জানান, ইউনিল্যাব ডায়াগনস্টিক সেন্টার টি আধুনিক প্রযুক্তি এবং জনগণের উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।
এই প্রতিষ্ঠান টি তে রয়েছে এক ঝাক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার।তাদের মধ্যে প্রতি শুক্রবার,রবিবার,সোমবার, মঙ্গলবার এবং বুধবার বসেন, ঢাকা,ময়মনসিংহ এবং বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হসপিটালের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ। উনাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, অর্থপেডিক এবং ট্রমা সার্জন ডাক্তার মোঃ হাসনাত, মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ কবিরুল হাসান বিন রকিব মুক্তা, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার মাশরাত হোসেন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ জোবায়দুল হক, গাস্ট্রলজি বিশেষজ্ঞ ডাক্তার মোঃ শোয়াইব আহমেদ রিয়াদ।এছাডাও নিয়মিত থাকেন একাধিক ডাক্তার যার মধ্যে অন্যতম হলেন ডাক্তার মোঃ আরিফুল ইসলাম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে রয়েছে ২০০ এমএ ফুজি ডিজিটাল এক্সরে মেশিন,১২ চ্যানেলের অত্যাধুনিক ইসিজি মেশিন, আল্টাসনোগ্রাম মেশিন, ব্লাড সেল মেশিন,এনালাইজার মেশিনসহ আরো বিভিন্ন ধরনের অত্যাধুনিক মেশিন।
রিপোর্ট প্রদানে আছে দক্ষ ল্যাব টেকনিশিয়ান সাজু, শাকিল এবং আনন্দ।
উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ টেস্ট গুলোর মধ্যে রয়েছে, হরমোনের টেস্ট, কিডনি টেস্ট, লিবার টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট, ইউরিন টেস্ট,ডায়বেটিস টেস্ট, এস বি এস জি টেস্ট,বিবিধ ব্লাড টেস্ট সহ আরও বিভিন্ন পরীক্ষার সুবিধা।
প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছে মোহাম্মদ ফজলুল করিম টুটুল, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ইঞ্জিনিয়ার এম এ রাসেল, মার্কেটিং এর কাজে দায়িত্বে রয়েছে রুমেলসহ আরো অনেকে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা এখানে নিশ্চিত করা হয়েছে। আর এই জন্যই প্রতিষ্ঠানটির স্লোগান রাখা হয়েছে "গুণগত যত্ন সব সময়"। তাদের এই স্লোগান প্রতিফলিত করছে মানসম্মত সেবাদানের প্রতিশ্রুতি।
এছাডাও যাতায়াত ব্যাবস্থা সহজ থাকায় রোগিরা এখানে সহজেই আসতে পারবে এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা জটিল ও কঠিন রোগের চিকিৎসা করাতে পারবে।এক্ষেত্রে সিরিয়াল এর জন্য কল করতে হবে ০১৭১৯০৬৩০৩০নাম্বারে।