প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা আয়োজনে কুষ্টিয়ার শহর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো:এমদাদুল হক
ব্যুরো প্রধান,কুষ্টিয়া

‘যুব–ঐক্য–প্রগতি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে কুষ্টিয়ায়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শহরের শহীদ জিয়া শিশু পার্কে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে কুষ্টিয়া শহর যুবদল।

কুষ্টিয়া শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিল্লুর রহমান, সদস্য সচিব শহর যুবদল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন,“এই পার্কের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হওয়ায় বিগত ১৫ বছর ধরে এটি অবহেলিত ছিল। বর্তমান স্বৈরাচার সরকার এমনকি শহীদ রাষ্ট্রপতির নামও পরিবর্তন করতে চেয়েছিল। তবুও জনগণ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রেখেছে।”

তিনি আরও বলেন,“বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও দেশের স্বার্থে কাজ করে। আমাদের মধ্যে কোনো বিভেদ নয় — ঐক্যই হোক শক্তি। দলের প্রতি মমত্ববোধ রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, আমরা প্রতিটি আসন তারেক রহমানকে উপহার দেব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যুব সমাজকে সংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে যুবদল।

দিবসটি উপলক্ষে শহর যুবদল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে, যার মধ্যে ছিল আলোচনা সভা, বৃক্ষরোপণ, ও শহীদ জিয়া শিশু পার্কে পরিচ্ছন্নতা অভিযান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়