প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়ুব খাঁনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

তাহের তারেক 

ঢাকার সাভারে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খানের নেতৃত্বে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান বিএনপি'র দুঃসময়ের সক্রিয় সৈনিক এবং নেতাকর্মী দের কাছে অনন্য এক নাম।

মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকা হইতে ঢাকা আরিচা মহাসড়কে প্রদক্ষিণ করে। এ সময় ঢাকা আরিচা মহাসড়ক জন স্রোতে ভেসে যায় হাজারো নেতাকর্মীর স্লোগানে স্লোগানে মুখরিত হয় ধানের শীষ মার্কার স্লোগান এবং খালেদা জিয়া তারেক জিয়ার নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। 

আগামী সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী মোঃ আইয়ুব খান এ সময় বক্তব্য রাখেন। তিনি বলেন সবার আগে বাংলাদেশ এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা সাভারের প্রত্যেকটা ঘরে ঘরে ধানের শীষ মার্কার প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে। সে লক্ষ্যে আমিও আমার নেতা কর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন একটি কুচক্র মহল নেতাকর্মীদেরকে বিভ্রান্তি করার পায়তারা চালিয়ে যাচ্ছে ।আপনারা কেউ বিভ্রান্তি হবেন না দল থেকে নীতি নির্ধারক যে নির্দেশনা দিবে আমরা সেভাবে কাজ করে যাব। তিনি নিজেই বার বার নেতাকর্মীদের সাথে তারেক রহমানের এবং খালেদা জিয়ার নামে স্লোগান দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়