এনামুল হক আরিফ
ব্যুরো চিফ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজার-সংলগ্ন পুরোনো বাঁশ বাজারের খাস জায়গার বন্দোবস্ত বাতিলের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পুরোনো বাঁশ বাজারের বন্দোবস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী এই বাজারের জায়গাটি খাস সম্পত্তি হওয়ায় এর ন্যায্য ব্যবস্থাপনা ও সরকারি দখল বজায় রাখার দাবি জানান। দীর্ঘ আলোচনার পর জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম স্পষ্টভাবে ঘোষণা দেন যে, বাঁশ বাজার এলাকার খাস জায়গার পূর্বের বন্দোবস্ত বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে এখানে কোনো অবৈধ দখল বা ব্যক্তিগত ব্যবহার চলতে দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আজিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ আনন্দবাজার, নিউ মার্কেট ও সড়ক বাজারের ব্যবসায়ী নেতারা।
জেলা প্রশাসক বলেন,“সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কেউ ব্যক্তিগতভাবে এর মালিকানা দাবি করতে পারে না। প্রশাসন জনগণের স্বার্থে সরকারি জায়গা রক্ষা করবে।”
সভায় উপস্থিত অনেকে জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম বন্ধে উদ্যোগ নেওয়ায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।এদিকে, জেলা প্রশাসনের এ ঘোষণায় শহরের ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে, সরকারি জায়গার সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।